ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
৬৮

এবার কঙ্গনার নিশানায় রাহুল গান্ধী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩৫ ২১ ডিসেম্বর ২০২৪  

বলিউড অভিনেত্রী ও ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের নিশানায় এবার ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।  রাহুলকে কড়া ভাষায় কটাক্ষ করে তাকে জিম-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করলেন কঙ্গনা। বৃহস্পতিবার সংসদের ভেতরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তিকে কেন্দ্র করে রাহুলকে এ কটাক্ষ করলেন এ বলিউড অভিনেত্রী।

 

এমনকি রাহুলকে ‘জিম’-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, রাহুল নাকি সংসদে এসেও নিজের পেশির জোর দেখান।সংবাদমাধ্যমকে অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতে বলেন, ‘খুব লজ্জাজনক ঘটনা। আমাদের একজন সাংসদের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। ওদের (কংগ্রেস) সহিংসতা আজ সংসদ পর্যন্ত পৌঁছে গেছে। ’

 

এছাড়া কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “সংসদে বিজেপির সংসদ সদস্যের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। এই লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। যেন কোনো ‘জিম ট্রেনার’। এবার তো লোকজনকে ধাক্কা দিলেন, ঘুষিও মারলেন। রাহুল গান্ধীর কোনো সম্মান নেই। ”

 

গত বৃহস্পতিবার ভারতের সংসদ চত্বরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আহত হয়ে বিজেপির দুই এমপি আইসিইউতে চিকিৎসা নেন।আহত এমপি সাড়ঙ্গির অভিযোগ, ‘রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের ওপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই। ’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর