ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১১

এবার শীত কেমন পড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:০৭ ৫ অক্টোবর ২০২৪  

এ সপ্তাহের বৃষ্টিপাতের মধ্য দিয়েই বিদায় নেবে এবারের বর্ষা মৌসুম। এ বছরও কুয়াশার প্রকোপ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

 

এবার কুয়াশা সূর্যের আলো বাধাগ্রস্ত করবে বলে তাপমাত্রা তখন কম হবে। তবে এবার শীত বেশি পড়বে না বলেও জানানো হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলেন, যেহেতু এই সময়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে পরবর্তীতে শুকনো অবস্থার মধ্যে চলে যাবে। জানুয়ারিতে শীত বেশি পড়বে। তবে এবার তুলনামূলক কম শীত পড়ার সম্ভাবনা রয়েছে।