ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২০

এবার ৩ দেহরক্ষীসহ ইরানের কমান্ডারকে ‘হত্যা’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৪ ১ ডিসেম্বর ২০২০  

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডার এবং তার তিন দেহরক্ষী নিহত হয়েছেন। সোমবার আরটি আরবিকে বিষয়টি নিশ্চিত করে ইরাকের ইন্টেলিজেন্স সোর্স।

 

একই দিনে রুশ সংবাদমাধ্যমকে তারা জানায়, ইরানি রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার মুসলিম শাহাদানি এবং তার তিন বডিগার্ড আজ নিহত হয়েছেন। ইরাক-সিরিয়া সীমান্তে তারা মারা গেছেন।

 

সূত্র আরও জানায়, প্রাথমিক তথ্যে এখনও নিশ্চিত করা হয়নি তারা ড্রোন হামলায়, পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হিসেবে নাকি অন্যভাবে নিহত হয়েছেন।

 

মুসলিম শাহাদানির মৃত্যু নিয়ে বিস্তারিত আর কোনো বিবরণী পাওয়া যায়নি। সৌদি আরবের আল-আরাবিয়া টিভিও একই প্রতিবেদন করেছে।

 

সিরিয়ান আরব আর্মিও (এসএএ) এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সিরিয়া না ইরাকের এলাকায় ওই চারজন নিহত হয়েছেন তাও পরিষ্কার করেনি।

 

গেল শুক্রবার তেহরানের কাছে একটি মহাসড়কে চোরাগোপ্তা হামলার শিকার হন ইরানের বোমার জনক মোহসেন ফাখরিজাদে। নিজের গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মারা যান তিনি।

 

এ হত্যাকাণ্ডের জন্য দীর্ঘদিনের শত্রু ইসরায়েলকে দায়ী করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এ হত্যার বদলা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যেই এ ঘটনা ঘটল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর