ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
২৫৪

এমপি দবিরুলকে ঢাকায় বিএসএমএমইউতে ভর্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৮ ২৪ আগস্ট ২০২০  

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। ঢাকায় পৌঁছানোর পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দবিরুল ইসলামের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন জানান, বাবা বর্তমানে ভালো আছেন। উন্নত চিকিৎসার জন্য জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।

এমপি দবিরুল ইসলাম রোববার সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

উল্লেখ্য গত সপ্তাহে দবিরুল ইসলামের এপিএস শামীমের করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে এমপি দবিরুল ইসলাম বাসায় আইসোলেসনে আছেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর