ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩১২

এমসি কলেজে ধর্ষণ: অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে সাইফুর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২০ ৮ অক্টোবর ২০২০  

সিলেট এমসি কলেজে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে এবার অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন তিনি।

 

আদালতের সহকারী কৌঁসুলি খোকন কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তবে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের পর রাতে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে অভিযান চালায় পুলিশ। এসময় সাইফুরের দখলে থাকা ছাত্রাবাস তত্ত্বাবধায়কের বাংলো থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়। এর মধ্যে ১টি পিস্তল, ৪টি রামদা এবং বেশ কিছু লোহার রড রয়েছে। 

 

ওই রাতেই তাকে একমাত্র আসামি করে অস্ত্র আইনে আরেকটি মামলা করে পুলিশ।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর