ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮৮

এলপিএলে নাম লেখালেন বাংলাদেশের ৪ ক্রিকেটার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৪ ৩০ এপ্রিল ২০২৪  

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পঞ্চম আসরের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন ও তাসকিন আহমেদ। সোমবার (২৯ এপ্রিল) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।

 

এলপিএলের পঞ্চম আসরের জন্য ৫০০–এর বেশি খেলোয়াড় নাম নিবন্ধন করিয়েছেন। যেখানে বাংলাদেশের রয়েছে মাত্র চারজন ক্রিকেটার। গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস ও শরীফুল ইসলাম খেলেছিলেন।



জাফনা কিংসের হয়ে গত মৌসুমে ৬ ইনিংসে ১৫৫ রান করেছিলেন তাওহিদ হৃদয়। বাংলাদেশীদের মধ্যে তার রানই সবচেয়ে বেশি ছিল। আর গল টাইটানসের হয়ে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের বোলারদের মধ্যে ১০ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন সাকিব।

 

আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়া ২৪টি দেশের ক্রিকেটার এই লিগে খেলবে। আগামী ১ জুলাই এলপিএলের পঞ্চম আসর শুরু হবে। তবে নিলাম কবে অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।    

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর