ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৯৭

এসএসসিতে এগিয়ে মেয়েরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৪ ১ জুন ২০২০  

 এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। যা গত বছর ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এ বছর সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। গেল বছরের চেয়ে এবার ৩০ হাজার ৩০৪ শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এবার পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে এবার। 
এবার ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের (১১টি বোর্ডের) পাসের হার ৮২ দশমিক ৮৭। গত বছর ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এবার পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। 

এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। তবে মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ দিক দিয়েও মেয়েরা এগিয়ে। ছাত্ররা ৬৫ হাজার ৭৫৪ জন এবং ছাত্রীরা ৭০ হাজার ১৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। সকল শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র অংশগ্রহণ করে। অপরদিকে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন। আর ফেল করেছে ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন।
সাধারণ বোর্ডে এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি পাস ও জিপিএ-৫ পেয়েছে।

জীবনের গল্প বিভাগের পাঠকপ্রিয় খবর