ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫৫

ওটস খেলেই মন ভালো হয়ে যায়!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৩ ২ জুলাই ২০২১  

এক বাটি ওটস খেয়ে মন ভালো হয়ে গেল! এরকম শুনেছেন কখনও? পরের বার প্রাতরাশে ওটস খাওয়ার পরে খেয়াল করে দেখবেন। এমনটাই হয়। বক্তব্য গবেষকেদের।


যেকোনও খাবারেরই প্রভাব পড়ে মনের উপরে। মন ভাল করতে পছন্দের খাবার খাওয়ার রীতিও সে কারণে। কিন্তু কীভাবে হয় এই কাজ? খাবারে ট্রিপ্টোফান নামে এক অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরে এক ধরনের হরমোন নিঃসরণ করতে সাহায্য করে। তার প্রভাবে মন ভালো হয়। সেই হরমোনের নাম সেরোটোনিন।


মনের ভাব নিয়ন্ত্রণ করে এই হরমোন। উদ্বেগ, চিন্তা, আনন্দ, দুঃখের মতো অনেক অনুভূতিই এই হরমোনের হাতে। অবসাদের রোগীদের শরীরে সেরোটোনিনের মাত্রা কম থাকতে দেখা যায়।


ফলে মন ভালো রাখার জন্য এমন খাবার খাওয়া দরকার যাতে ট্রিপ্টোফানের মাত্রা বেশি রয়েছে। তেমনই একটি খাদ্য হলো ওটস। এরই পাশাপাশি ওটসের ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। সার্বিকভাবে শরীর সুস্থ রাখতেও সাহায্য করে।


গবেষকেরা দেখেছেন, শুধু উদ্বেগ বা অবসাদ নিয়ন্ত্রণেই নয়, অন্যভাবেও সাহায্য করে ওটস। যেমন, লেখাপড়ায় মন বসানোর ক্ষেত্রেও এই খাদ্য বেশ কাজের।