ঢাকা, ২২ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৮ পৌষ ১৪৩১
good-food
২২৩

কক্সবাজারে ভাঙছে ঝাউবন, শতাধিক গ্রাম প্লাবিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৮ ১ আগস্ট ২০২৪  

কয়েক দিন ধরে লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। টানা বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে পূর্ণিমার জোয়ার। এতে সমুদ্রসৈকতের ঝাউবনে ভাঙন দেখা দিয়েছে। স্রোতে ভেঙে পড়ছে ঝাউগাছ। অব্যাহত বৃষ্টিতে জেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে উখিয়া উপজেলা।


লাবণী পয়েন্ট থেকে নাজিরারটেক সাগর মোহনা ঘুরে দেখা গেছে, ঢেউয়ের আঘাতে জিও ব্যাগ ধসে পড়েছে। বালিয়াড়িতে দাঁড়িয়ে থাকা শত শত ঝাউগাছ ভেঙে পড়ছে। ঝুঁকিতে রয়েছে সরকারি বিভিন্ন স্থাপনা।

 

স্থানীয় বাসিন্দারা জানায়, টানা বৃষ্টি, পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে ঢেউয়ের তীব্রতা বেড়েছে। কূলে আছড়ে পড়া ঢেউয়ের আঘাতে ধসে পড়ছে জিও ব্যাগ। মাটি নরম হয়ে একে একে ভেঙে যাচ্ছে ঝাউগাছ।  দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা না গেলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে ।


জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ডায়বেটিক পয়েন্ট পর্যন্ত সৈকতে এবার ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে বেশকিছু ঝাউগাছ উপড়ে পড়েছে। ফলে সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে।