ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৪৩

কখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে, জানালেন সমন্বয়ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৭ ১৯ আগস্ট ২০২৪  

সংস্কারের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রবিবার (১৮ আগস্ট) রাতে আগারগাঁও চক্ষু হাসপাতাল পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে  এমন মন্তব্য করেন তিনি।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে যত সময় লাগবে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে। আলাদা কোনো সময়সীমা নেই।

 

তিনি বলেন, শনিবার (১৮ আগস্ট) থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৩ মাসের আলটিমেটাম শুরু হয়েছে। আর বাকি রয়েছে ৮৯ দিন। মিডিয়ার যারা রয়েছেন আপনারা সেই কাজে তদারকি করবেন।