ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৭৫

কত দিন পর ব্রাশ বদলানো উচিত?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৭ ২৯ মে ২০২৩  

মুখের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে প্রতিদিন দুই বেলা ব্রাশ করা উচিত। সঙ্গে অবশ্যই ভালো মানের পেস্ট ব্যবহার করুন।
কিন্তু কাজ এখানেই শেষ নয়। সময়মতো আপনাকে বদলাতে হবে আপনার টুথব্রাশ। সাধারণত আমরা ব্রাশের ব্রিসেলসগুলো একদম অকেজো হলেই ব্রাশ ফেলে দেই। এমনটা ঠিক নয়। আপনার ওরাল হেলথের জন্যও স্বাস্থ্যকর নয়।

 

বিশেষজ্ঞরা বলেন, আপনার ব্রাশ ৩-৪ মাস পরপর বদলানো ভালো। আর যদি আগেই কোনো কারণে ব্রিসেলস নষ্ট হয় তাহলে দ্রুত বদলান। আরেকটি বিষয়। বাড়িতে কেউ সংক্রমণজনিত রোগে আক্রান্ত হলে ১-২ দিনের মধ্যে ব্রাশ বদলে ফেলুন সবার। মুখ দিয়ে অনেক রোগ শরীরে ছড়ায়।

 

তবে ব্রাশের কিছু যত্নও নিতে হবে। তবেই তিন চার মাস পর সুস্থ ওরাল হেলথ নিশ্চিত করে ব্রাশ বদলাতে পারবেন। এই যত্নের পদ্ধতিগুলো হলো-

 

# নিজের টুথব্রাশ অন্য কেউ যেন ব্যবহার না করে খেয়াল রাখবেন।
 

টুথব্রাশ মাউথওয়াশ বা গরম পানি দিয়ে ধুয়ে রাখার প্রয়োজন নেই। গরম পানি অনেক সময় ব্রিসেলসের ক্ষতি করে। নরমাল পানি দিয়ে ধুলেই চলবে।
 

# টুথব্রাশের জন্য আলাদা বদ্ধ ক্যাপ দরকার নেই। প্লাস্টিক এই ক্যাপ ব্যবহার করে নিরাপদ ভাবার কারণ নেই। উলটো সংক্রমণের আতঙ্ক আছে।

 
# ভুল করে কেউ আপনার ব্রাশ ব্যবহার করলে সেটি ফেলে দিন।
 

# পরিবারের সবার টুথব্রাশ যেন একে অপরের গায়ে গা লাগিয়ে না থাকে সেজন্য টুথব্রাশ হোল্ডার ব্যবহার করুন।