ঢাকা, ০৫ জানুয়ারি রোববার, ২০২৫ || ২২ পৌষ ১৪৩১
good-food
২৮০

কবে থেকে ট্রেন চলবে, জানা গেলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪২ ১১ আগস্ট ২০২৪  

সোমবার থেকে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এদিন পণ্যবাহী ট্রেন চলাচল করবে। মঙ্গলবার থেকে চালানো হবে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। 

 

রোববার বিকালে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। সোমবার বিকেল ৫টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

 

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত ১৮ জুলাই  থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।