ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০৭

করতোয়া ট্রাজেডি: নৌকাডুবিতে নিহত বেড়ে ৪১

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৯ ২৬ সেপ্টেম্বর ২০২২  

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে  ৪১ জনে দাঁড়ালো।

 

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়  জানান, ভোর ৬টা থেকে তিনটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ করছে। ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।  এখনও ৪০ জন নিখোঁজ বলে স্থানীয়রা জানান। 

 

এদিকে স্থানীয় সংসদ সদস্য রেলপথ এ্যাডভোকেট মন্ত্রী নুরুল ইসলাম সুজন সোমবার নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মন্ত্রী এসময় করতোয়া নদীতে ব্রীজ নির্মাণের ঘোষণা দেন। 

 

এ ঘটনায় জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। তথ্যকেন্দ্রের তথ্য মতে, প্রতিনিয়ত নিখোঁজ ব্যক্তির সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও ৪০ জন নিখোঁজ। 

 

দুর্ঘটনায় মৃত ২৫ জনের নাম ও পরিচয় জানানো হয়েছে। এদের মধ্যে ১২ নারী, আট শিশু ও পাঁচ পুরুষ রয়েছেন।নিহতদের বাড়ি পঞ্চগড় জেলার বোদা, দেবীগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায়।

 

নৌকাডুবিতে এখন পর্যন্ত মৃতরা হলেন- শ্যামলী রানী (১৪), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রুপালী ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানী (২৫), সনেকা রানী (৬০), সফলতা রানী (৪০), হাশেম আলী (৭০), বিলাস চন্দ্র (৪৫), শ্যভমলী রানী ওরফে শিমুলি (৩৫),  উষশী (৮), তনুশ্রী (৫), শ্রেয়শী, প্রিয়ন্তী (৮), সনেকা রানী (৬০) ও ব্রজেন্দ্রনাথ (৫৫)। 

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর