ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৫৫৭

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০০ ২ ফেব্রুয়ারি ২০২২  

মাত্র একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবার বেড়েছে। তবে শনাক্তের হার সামান্য কমেছে ।
 দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা২৮ হাজার ৪৬১ জনে দাঁড়ালো। 
এদিকে এই সময়ে করোনা ভাইরাসে নতুন করে ১২ হাজার ১৯৩ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। আগের দিন এ সংখ্যা ছিল ১৩,১৫৪ জন।  


বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৮৬৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৩০৮ টি নমুনা সংগ্রহ করে ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

করোনায়  মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ১৭ পুরুষ এবং ১৯ জন নারী।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর