ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪১১

করোনা থেকে সেরে উঠেছি, আমি এখন অনেক শক্তিশালী: ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১১ ১৩ অক্টোবর ২০২০  

করোনা আক্রান্ত হয়ে টানা ১০ দিন আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা থেকে বিরত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে অংশ নেন তিনি। সেখানে রিপাবলিকান এ প্রার্থী দাবি করেন, এখন অনেক সুস্থ আছি আমি।

 

স্যানফোর্ডে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি তথাকথিত প্রাণঘাতী ভাইরাস থেকে সেরে উঠেছি। আমি এখন খুবই শক্তি অনুভব করছি। আমি এখন অনেক শক্তিশালী। এবার নিয়মিত আপনাদের কাছে যাব। সব দর্শক শ্রোতাকে চুম্বন করব। দীর্ঘ ও বড় চুম্বন।

 

এর আগে হোয়াইট হাউসের ডাক্তাররা জানান, ট্রাম্পের শরীরে করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। তাকে জনসভায় অংশ নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। তিনি আর অন্য কাউকে সংক্রমিত করবেন না।

 

এছাড়া গত রোববার নিজেকে করোনামুক্ত দাবি করেন ট্রাম্প। তবে তার এ দাবি প্রমাণিত নয়। হাসপাতালে ৩ দিন করোনা চিকিৎসা শেষে বাসায় ফেরার ১ সপ্তাহের মধ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিলেন তিনি। 

 

ফ্লোরিডায় ঘণ্টাব্যাপী বক্তব্যে ডেমোক্র্যাটের সদস্য হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তাকে কুটিল হিসেবে উল্লেখ করেন তিনি।

 

একইসঙ্গে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন ট্রাম্প। তিনি বলেন, বাইডেনের প্রচারণা সমাবেশে কার্যত কাউকে দেখাই যায়নি।

 

আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের এ সমাবেশ।  তাতে ট্রাম্প বলেন, ফ্লোরিডা আমার পছন্দের। ৪ বছর আগে তারা বলেছিল আমরা এটি হারাতে যাচ্ছি। আর মাত্র ২২ দিন পর আমরা এ রাজ্য জিততে যাচ্ছি। আমরা হোয়াইট হাউসে আগামী ৪ বছরের জন্য জিততে যাচ্ছি।

 

নিজের মনোনীত সুপ্রিম কোর্টের বিচারক এমি কনি ব্যারেটের প্রশংসা করেন তিনি। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তার মনোনয়ন চূড়ান্ত করা নিয়ে শিগগির শুনানি শুরু হবে। 

 

বিশ্লেষকরা মনে করছেন, এমি ফাইনালি মনোনীত হলে আগামী কয়েক প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত রক্ষণশীলদের প্রভাবে চলে যাবে।

 

ইতোমধ্যে ১ কোটিরও বেশি ভোটার দেশটির আগাম নির্বাচনে অংশ নিয়েছেন। সোমবার একটি ট্র্র্যাকিং গ্রুপ এ তথ্য জানিয়েছে। নির্বাচনের মাত্র ৩ সপ্তাহ আগে ভোটারদের এ গতি রেকর্ড সৃষ্টি করেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর