ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৭৩

করোনাকালে ত্বকের যত্নে বাড়িতেই বানান লোশন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৯ ৯ সেপ্টেম্বর ২০২০  

ত্বকের যত্নে এতদিন মানুষ শুধু বাজারজাত নামীদামি পণ্য ব্যবহার করতো। তবে করোনাকালে লকডাউনে তারা উপলব্ধি করতে পেরেছে এর যত্ন নিতে মাত্র রান্নাঘরের সাধারণ উপাদান প্রয়োজন। ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা ‍দিতে এবং মসৃণ করতে বাড়িতেই বানানো যায় বডি লোশন।  

উপাদান
গ্লিসারিন-৫ চা চামচ
গোলাপ জল-৭ টেবিল চামচ
লেবুর রস-অর্ধেক লেবু
বোতল-একটি

পদ্ধতি
প্রথমে গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মেশাতে হবে। তাতে অর্ধেক কাটা লেবুর রস দিতে হবে। এরপর মিশ্রণটি ভালো করে নাড়াচাড়া করতে হবে। তিনটি উপাদান একসঙ্গে ভালোভাবে মিশে গেলেই লোশন প্রস্তুত। 

নিয়মিত এটি ত্বকে ব্যবহার করা যাবে। এজন্য লোশনটি এয়ার টাইট বোতলে রাখতে হবে। এটি চার দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। গোসল করার ঠিক পরে প্রতিদিন অন্তত একবার ব্যবহার করা যায়।

উপকার
#এ লোশন শুষ্কতা, ফাটল, স্ট্রেচ চিহ্নসহ ত্বকের অনেক সমস্যা দূর করে।
#এটি ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ত্বকের মান এবং গঠন উন্নত করে।