ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪২০

করোনাযুদ্ধে আক্রান্ত সংবাদকর্মীর সংখ্যা ১০০ ছাড়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২০ ১৩ মে ২০২০  

 করোনা পরিস্থিতিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সংবাদকর্মীদের কভিড-১৯ আক্রান্ত হওয়ার সংখ্যা ১০০ ছাড়াল। সংগৃহীত তথ্য অনুযায়ী মঙ্গলবার  পর্যন্ত পরিসংখ্যান এটি। এরা দেশের ৪৭টি গণমাধ্যমে কর্মরত। আক্রান্তদের মধ্যে ৮৯ জন ঢাকায় এবং ১১ জন ঢাকার বাইরে কর্মরত। এ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমিত হয়ে একজন এবং করোনার উপসর্গ নিয়ে দুইজন সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।

‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ নামের সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ সংবাদকর্মীদের কভিড-১৯ আক্রান্ত হওয়ার তথ্য সংরক্ষণ করছে। সংগৃহীত তথ্য অনুসারে ইন্ডিপেন্ডেন্ট টিভির ৫ জন, যমুনা’র ২ জন, দীপ্ত টিভির ৬ জন, এটিএন নিউজের ১ জন, আমাদের নতুন সময়ের ১ জন, একাত্তর টিভির ৩ জন, বাংলাদেশের খবরের ১ জন, সংগ্রামের ১ জন, মাছরাঙা টিভির ১ জন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা’র ১ জন, রেডিও টুডের ১ জন, ভোরের কাগজের ১ জন, চ্যানেল আই’র ১ জন, প্রথম আলোর ২ জন, আলোকিত বাংলাদেশের ২ জন, নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের ১ জন, আজকালের খবরের ১ জন, নিউজ পোর্টাল বিবার্তার একজন, ইনকিলাবের একজন, জনতার একজন, কালের কণ্ঠের একজন, এনটিভির ১৫ জন, আমার বার্তা'র একজন, আরটিভির ৪ জন, বাংলাভিশনের একজন, এসএ টিভির ২ জন, সময়ের আলোর ৭ জন, যশোরের লোকসমাজের একজন, প্রতিদিনের সংবাদের একজন, নতুন সময় টিভির (আইপিটিভি) একজন, দেশ রূপান্তরের ১ জন, রেডিও আমারের একজন, ইত্তেফাকের ১৩ জন, দেশ টিভির একজন, বিটিভির একজন, ডিবিসি নিউজের ১ জন, মানবজমিনের ১ জন, এটিএন বাংলার ১ জন, সময় টিভির ২ জন, ডেইলি সানের ২ জন, যায়যায়দিনের ১ জন, ঢাকা ট্রিবিউনের ১ জন, বাংলা ট্রিবিউনের ১ জন, একুশে টিভির ২ জন, চ্যানেল ২৪ এর ১ জন, ডেইলি স্টারের ১ জন, ও বার্তা সংস্থা ইউএনবির ১ জনের কভিড-১৯ পজিটিভ।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর