ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১৬

করোনার প্রভাব:ব্যয়বহুল শহরের শীর্ষে প্যারিস, পিছিয়ে সিঙ্গাপুর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ১৮ নভেম্বর ২০২০  

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের শীর্ষস্থান ধরে রেখেছে হংকং। তবে পতন হয়েছে সিঙ্গাপুর ও ওসাকার। গেলবার যৌথভাবে এই তিন শহর প্রথম স্থানে ছিল। এবার হংকংয়ের সঙ্গে শীর্ষে রয়েছে জুরিখ ও প্যারিস। 

 

লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে। জীবনধারনের খরচের হিসাবের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে তারা।  

 

ইআইইউ’র ওই জরিপে বলা হয়, সিঙ্গাপুরে জীবনযাপনের ব্যয় কমেছে। কারণ দেশটিতে পণ্যের দরপতন হয়েছে। এর নেপথ্যে ব্যাখ্যা দেয়া হয়েছে, কোভিড-১৯ এর কারণে সেখানে প্রবাসী কর্মীর সংখ্যা কমেছে। যেখানে চীনের বেশিরভাগ শহরে নিত্যপণ্যের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যিক দ্বন্দ্ব জিইয়ে থাকায় এটা হয়েছে। বিশেষত প্রযুক্তি যুদ্ধ।

 

ইআইইউ’র বিশ্বব্যাপী কস্ট অব লিভিং বিভাগের প্রধান উপাসানা দত্ত বলেন, গেল কয়েক বছরে এই তালিকায় আধিপত্য করেছে এশিয়ার শহরগুলো। তবে এই বছর করোনার ধাক্কায় ওঠানামা হয়েছে। 

 

২০২০ সালের সবচেয়ে খরুচে শহরের তালিকায় ২০ ধাপ নিচে নেমে গেছে ব্যাংকক। এই শহরের বর্তমান অবস্থান ৪৬তম। আর গেল বছর থেকেই অবস্থান হারাচ্ছে আমেরিকা, আফ্রিকা, পূর্ব ইউরোপের শহরগুলো। সেখানে পশ্চিম ইউরোপের শহরগুলো ব্যয়বহুল হয়ে উঠছে। 

 

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শীর্ষ ১০ শহরের চারটিই এই অঞ্চলের। এর মধ্যে হংকংয়ের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে জুরিখ ও প্যারিস। তালিকায় জেনেভা ও কোপেনহেগেনের অবস্থান যথাক্রমে সপ্তম ও অষ্টম। ইউরোপিয়ান মুদ্রার (ইউরো) মান বাড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

 

মধ্যপ্রাচ্যের মধ্যে জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বেড়েছে তেহরানে। এই তালিকায় ২৭ ধাপ এগিয়েছে শহরটি।

 

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহর-
১. প্যারিস (টাই), ফ্রান্স
২. হংকং (টাই), 
৩. জুরিখ (টাই), সুইজারল্যান্ড
৪. সিঙ্গাপুর
৫. ওসাকা (টাই), জাপান 

 

৬. তেল আবিব (টাই), ইসরায়েল
৭. জেনেভা, সুইজারল্যান্ড
৮. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
৯. কোপেনহেগেন, ডেনমার্ক
১০. লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর