ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬৮

করোনায় অবরুদ্ধ ইতালির ৪ ভাগের ১ ভাগ লোক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৮ ৯ মার্চ ২০২০  

ইতালির এক চতুর্থাংশ (চার ভাগের এক ভাগ) লোক করোনা ভাইরাসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। রোববার দেশটির সরকার  এতে আরো মৃত্যুর ঘোষণা দিয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৭ হাজার দাঁড়িয়েছে।
ইতালিতে আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়াকেও ছাড়িয়ে গেছে। চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল দক্ষিণ কোরিয়ায়।
কোভিড-১৯ নামে পরিচিত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা এক লাফে ১৩৩ থেকে বেড়ে ৩৬৬ হয়েছে। অর্থাৎ তিনগুণ বেড়ে গেছে। আক্রান্তের সংখ্যা একদিনে ১৪৯২ থেকে রেকর্ড সংখ্যক বেড়ে ৭৩৭৫ জনে পৌঁছেছে।
এ ভাইরাসে বিশ্বের ৯৯টি দেশের ১ লাখ ৯ হাজার লোক আক্রান্ত এবং প্রায় ৩৭৯২ জন মারা গেছেন।
অনলাইনে প্রকাশিত কর্তৃপক্ষের ডিক্রিতে বলা হয়েছে, ৩ এপ্রিল পর্যন্ত ভাইরাস মোকাবেলার যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলোর মধ্যে দেশটির উত্তরের বিশাল অঞ্চলসমূহে ঢোকা ও বেরোনো বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রোববার রেনেসাঁ শিল্পী রাফায়েলের মৃত্যুর ৫০০ বছর পূর্তি উদ্যাপনে আয়োজিত ব্লক ব্লাস্টার এক্সিবিশন বন্ধ করে দেয়া হয়েছে।