ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫৩

করোনায় দিল্লি যেন মৃত্যুপুরী, জ্বলছে সারি সারি চিতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩১ ২৪ এপ্রিল ২০২১  

করোনা মহামারিকালে সম্প্রতি ড্রোন থেকে তোলা ভারতের রাজধানী দিল্লির ছবি দেখে কিছুদিন আগে এই মহামারির ছোবলে নাজেহাল নিউইয়র্কের স্মৃতি মনে পড়ছে। দিল্লির ছবিতে দেখা যায়, মাঝখানে সরু দেয়াল। তার এক পাশে নিঝুম জনবসতি। পাশে জ্বলছে সারি সারি চিতা।

 

গত বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনায় মারা যাওয়াদের এমন সৎকারের দৃশ্য ধরা পড়েছিল নিউইয়র্কে। জায়গা কম পড়ায় থরে থরে কফিন সাজিয়ে ঠিক এ ভাবেই করোনায় মৃতদের গণকবর দেওয়া হয়েছিল সেখানে। যদিও নিউইয়র্কে সে সময় কভিডে মৃতের সংখ্যা ছিল ৮ হাজার। দিল্লিতে ইতিমধ্যেই কভিডে মৃত্যু ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।


 শুক্রবার দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়েছে ভারত। এক দিনে নতুন করে দেশে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে দিল্লিতেই নতুন করে আক্রান্ত ২৬ হাজার ১৬৯ জন। বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এক দিনে ৩০৬ জন করোনা রোগীর মৃত্যু হয়।

 

এ পরিস্থিতিতে জনবসতিপূর্ণ এলাকার পাশে জ্বলন্ত গণ চিতার ছবিটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তারা জানায়, শুধু শ্মশানই নয়, রাজধানীর কবরস্থানগুলির অবস্থাও এক। মরদেহ সমাহিত করার জায়গা পেতে  করোনায় মৃতদের পরিবারকে হিমশিম খেতে হচ্ছে।

 

আনন্দবাজার জানায়, এর আগে ভারদের গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যে শ্মশানের বাইরে দেহ নিয়ে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তবে দিল্লিতে পরিস্থিতি এমন যে, শ্মশানের বাইরে লাইনেও জায়গা পাচ্ছেন না অনেকে। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর