ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৯০

করোনায় নিজ হাসপাতালেই বিদায় ডা. মহসিন কবির  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৭ ১ জুলাই ২০২০  

ইমপালস হাসপাতাল লিমিটেড এবং বিআরবি হাসপাতাল লিমিটেড-এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট, দেশের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজি অ্যান্ড ইন্টারভেনশনিস্ট ডা. মহসিন কবির আর নেই (ইন্নালিল্লাহি .....রাজিউন)।

করোনা সংক্রমণে  বুধবার  ভোর ৪টায় রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ইমপালস হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কভিড-১৯ আক্রান্ত হয় সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি নিয়মিত রোগী দেখতেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচলনা করতেন।

এর আগে বারডেম হাসপাতালের কনসালটেন্ট ছিলেন ডা. মহসিন কবির। প্রায় দুই বছর আগে তাঁর কিডনি সম্পূর্ণ বিকল হলে ভারতে তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট হয়। এর পরও তাৎক্ষণিক কিডনি ফেইলিওর হওয়ায় গত দুই বছর ধরে তিনি নিয়মিত হেমোডায়ালাইসিস নিতেন।

ডা. মহসিন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের আজীবন সদস্য ছিলেন। ট্রেজারার পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ভাইরাল হেপাটাইটিস বিষয়ে দেশব্যাপী গণসচেতনতা কার্যক্রমে তিনি ব্যাপক অংশগ্রহণ করেন।

ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও দেশের প্রথম লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ  বলেন, ডা. মহসিন কবির অত্যন্ত জনপ্রিয় ও গুণী চিকিৎসক ছিলেন। রোগীদের সঙ্গে তাঁর ব্যবহার ছিল অমায়িক। হেপাটাইটিস বি এবং সি অথবা ভাইরাল হেপাটাইটিস বিষয়ে মানুষকে সচেতনতা কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।