ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮৩৭

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী ডা. সাবরিনা গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫১ ১২ জুলাই ২০২০  

জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবার (জেকেজি হেলথকেয়ার) চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন। আমরা এ মামলায় তাকে গ্রেপ্তার দেখাব।
সাবরিনা আরিফ চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের একজন নিবন্ধিত চিকিৎসক। সরকারি প্রতিষ্ঠানে কাজ করা সত্ত্বেও জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান হিসেবে গণমাধ্যমে একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
পরে জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির খবর প্রচার হওয়ার পর থেকে এ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন সাবরিনা।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর