ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০৭

করোনা ভ্যাকসিন ১ মাসের মধ্যেই পাওয়া যাবে: ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৪ ১৬ সেপ্টেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনাভাইরাস ভ্যাকসিন সম্ভবত এক মাসের মধ্যেই পাওয়া যাবে। এছাড়া এ মহামারি নিজে থেকেই চলে যেতে পারে। 

 

মঙ্গলবার এবিসি নিউজ প্রচারিত পেনসিলভানিয়ায় ভোটারদের সঙ্গে টাউন হল প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প বলেন, আমরা একটি ভ্যাকসিন হাতে পাওয়ার ক্ষেত্রে একেবারে কাছাকাছি সময়ে এসে গেছি।

 

তিনি বলেন, আপনারা জানেন আমরা এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হাতে পেতে যাচ্ছি। এক্ষেত্রে তিন বা চার সপ্তাহ সময় লাগতে পারে।

 

এর মাত্র কয়েক ঘণ্টা আগে ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, একটি ভ্যাকসিন চার সপ্তাহের মধ্যে হাতে আসতে পারে। এক্ষেত্রে আট সপ্তাহও সময় লেগে যেতে পারে।

 

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের বিপক্ষে পুন:নির্বাচিত হতে চান রিপাবলিকান নেতা ট্রাম্প। এক্ষেত্রে সহায়তা পেতে যথাসময়ের মধ্যে দ্রুত ভ্যাকসিনের অনুমোদন দিতে সরকারি স্বাস্থ্য নিয়ন্ত্রক ও বিজ্ঞানীদের ওপর চাপ প্রয়োগ করছেন তিনি। এতে ডেমোক্রেটরা উদ্বেগ প্রকাশ করেছেন।

 

যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি সংক্রামক রোগ বিষয়ক চিকিৎসক অ্যান্থনি ফাউসিসহ বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিন অনুমোদন পেতে পারে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর