ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৪৩

করোনা মোকাবিলায় নিয়োগ পাচ্ছেন ৫ হাজার ৫৪ সিনিয়র স্টাফ নার্স

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৭ ৩০ এপ্রিল ২০২০  

কোভিড-১৯ মোকাবেলায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

 

বৃহস্পতিবার সাময়িকভাবে সুপারিশপ্রাপ্তদের রেজিস্ট্রেশন নম্বরসহ মেধাক্রম তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।

 

বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম বিজ্ঞপ্তিতে সই করেন।

 

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০১৮ সালে নেয়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ তবে পদ স্বল্পতার কারণে সুপারিশকৃত নয় এমন প্রার্থীদের মধ্য থেকে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (১০ গ্রেড) এর নবসৃজনকৃত ৬ হাজার পদের মধ্যে পাঁচ হাজার ৫৪টি পদে এই সংখ্যক প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অর্জিত মেধা ও তৎকালীন কোটা পদ্ধতির ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সুপারিশ করা প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী দেয়া হল।

 

সুপারিশ করা ব্যক্তিদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির ওয়েবসাইটে দেয়া আছে।