ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৯৬

করোনা সংক্রমণ থামাতে কড়াকড়ি, ইতালিতে বিক্ষোভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩১ ২৮ অক্টোবর ২০২০  

দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে ইতালির বিভিন্ন প্রদেশে আবারও বিধিনিষেধে কড়াকড়ি করেছে সরকার। একে কেন্দ্র করে ইতালির উত্তরাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

 

স্থানীয় সময় সোমবার রাতে এই ঘটনায়  অনেকে আহত হয়েছেন। বহু দোকানে লুটপাট করা হয়েছে। মিলানে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

 

এক ভিডিওতে দেখা যায়, মিলানের রাস্তায় মশাল হাতে মিছিল করছেন বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে অল্প বয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে অতি-ডানপন্থী এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিক নন, এমন ব্যক্তিও ছিলেন। এই বিক্ষোভের পেছনে কোনো রাজনৈতিক মদত আছে কি না, তা খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর