ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮০৮

কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩১ ১ জুলাই ২০২৩  

ভারত থেকে কাঁচা মরিচ আমদানী করার পরও কমছে না দাম।  দেশের বাজারে বিদ্যুৎ গতিতে বাড়ছে কাঁচা মরিচের দাম। ঈদের আগের দিন যে কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। ঈদের পরের দিন সে মরিচ বাজার থেকে কিনতে হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বাকবিতণ্ডা  হাতাহাতিতে গড়িয়েছে।

ক্রেতার অভিযোগ দেখার কেউ নেই। তাই কৃত্তিমভাবে, মন খুশিতে দাম বাড়ানো হচ্ছে। ২৪ ঘণ্টার ব্যবধানে কোনো পণ্যের দাম দ্বিগুরে বেশি বাড়ার ইতিহাস দেশে নেই।

বিক্রেতা বলছেন,খরার কাচা মরিচের উৎপাদন কম হয়েছে। আবার এখন টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচ ক্ষেতে পঁচে যাচ্ছে। বাজারে মরিচ নেই। আমাদের বেশি দরে কিনতে হচ্ছে তাই  বেশি দরে বিক্রি করতে হচ্ছে।   

রাজধানীর বাজারের মতো জেলা-উপজেলা গ্রামেও কাঁচা মরিচের দাম হু হু করে বেড়ে চলেছে। 
 কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখার পরিচালক রেজাউল করিম জানান, কৃষি মন্ত্রণালয় ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির জন্য ৩০টি অনুমোদন দিয়েছে। এছাড়া ৫৫ হাজার ৬০০ মেট্রিক টন টমেটো আমদানির অনুমতি দেয়া হয়েছে। তিনি বলেন, সরবরাহ কম থাকায় ঢাকার বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। 


ঈদের পর শনিবার বাজারে  গিয়ে সাধারণ ক্রেতাদের ভিমড়ি খাবার অবস্থা। যারা এক কেজি কিনতেন তারা আড়াইশ মরিচ কিনছেন দেড়শ টাকায়। রাজধানীর যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, মিরপুর, ফার্মগেট, পুরান ঢাকার বিভিন্ন বাজার ঘরে দেখা গেছে। ক্রেতাদের মুখে মুখে আলোচনা কাঁচা মরিচ। দেশে কোন বন্যা হয়নি। গত তিন চার বছরেও ৬০০ টাকা উঠেনি।