ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪০

কাজে ফিরছেন চা শ্রমিকরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৭ ২০ আগস্ট ২০২২  

সরকারের হস্তক্ষেপে ১৪৫ টাকা মজুরির প্রস্তাবে ধর্মঘট প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। রোববার (২১ আগস্ট) থেকে কাজে যোগ দেবেন তারা। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি করা হয়। তবে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারিত হয়।

 

রোববার থেকে সচল হচ্ছে ২৪০ চা বাগান। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলন কক্ষে এ মজুরির আনুষ্ঠানিক ঘোষণা দেন।


এ বিষয়ে বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক ডিডি নাহিদ ইসলাম বলেন, আমরা একটা সমঝোতায় পৌঁছেছি। শ্রমিকরা ১৪৫ টাকায় কাজ যোগ দিতে রাজি হয়েছেন। চট্টগ্রামের অনেক চা বাগানে শুক্রবার থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

 

চা শ্রমিকদের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে চা শ্রমিকরা ১৪৫ টাকায় কাজে যোগ দিতে রাজি হয়েছেন।