ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৬৫১

কাদেরকে সরিয়ে রওশনকে উপনেতা করলেন এরশাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ২৩ মার্চ ২০১৯  

জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতার পদ থেকে জি এম কাদেরকে অপসারণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শনিবার এ তথ্য প্রকাশ্যে এসেছে।

গতকাল শুক্রবার রাতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের পদ থেকে নিজের কাদেরকে সরিয়ে দেন দলের চেয়ারম্যান এরশাদ। এবার সংসদীয় দলের উপনেতার পদ থেকেও সরিয়ে দিলেন।

জাপার প্যাডে এরশাদ স্বাক্ষরিত ‘সাংগঠনিক নির্দেশে’ কাদেরকে অপসারণের কথা উল্লেখ করা হয়। বিরোধী দলের উপনেতা পদে স্ত্রী রওশন এরশাদকে মনোনীত করার কথাও জানান এরশাদ।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন এ সিদ্ধান্ত কার্যকর করতে সংসদের স্পিকারের কাছে প্রস্তাব দিয়েছেন চেয়ারম্যান।