ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫ || ২৩ মাঘ ১৪৩১
good-food
৮৩২

কানাডায় আ. লীগের নতুন কমিটি গঠন  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৬ ১৫ জুন ২০১৯  

কানাডার অন্টারিও আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। টরেন্টোতে প্রথমবারের মতো অনুষ্ঠিত অন্টারিও আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদ হাসান সভাপতি এবং সুদিপ সোম রিঙ্কুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কানাডা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি প্রকৌশলী সৈয়দ আব্দুল গফফারের সভাপতিত্বে সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

বক্তরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত পাঠিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে আন্দোলন শুরুর অঙ্গীকার করেন।