ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৮

কানাডায় দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি, আহত কুমার বিশ্বজিতের ছেলে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১৫ ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

কানাডার অন্টারিও প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত হয়েছেন। ইতোমধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিবিড়ের সঙ্গে থাকা তিন বাংলাদেশি শিক্ষার্থী। তারা সবাই উচ্চশিক্ষার উদ্দেশে কানাডায় গিয়েছিলেন।

 

ভয়াবহ এ দুর্ঘটনার খবরে মঙ্গলবার রাতে সপরিবারে কানাডা ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ। বিষয়টি জানিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এটোবিককের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন।

 

নিহত তিনজন হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তারা শিক্ষা ভিসায় কানাডায় গিয়ে সেখানকার একটি কলেজে পড়ছিলেন। নিবিড় কুমারও একই ভিসায় কানাডায় গিয়ে পড়ছিলেন। এ ঘটনায় কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর বাংলাদেশ সময় বুধবার সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, কুমারদের জন্য প্রার্থনা। শাহরিয়ার, অ্যাঞ্জেলা, দীপ্তর জন্য গভীর শোক।

 

অন্টারিও পুলিশ বলছে, অতিরিক্ত গতির কারণে চারজনকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কেরি স্মিত নামে অন্টারিও পুলিশের এক সার্জেন্ট বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ঢালে থাকা কংক্রিটের দেয়ালের ওপর দিয়ে খাদে পড়ে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নেভায় এবং চারজনকে উদ্ধার করে।

 

স্মিত আরও বলেন, হতাহতরা সবাই শিক্ষা ভিসায় কানাডায় যান। তারা টরন্টোর বাসিন্দা ছিলেন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুইজনকে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর