ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩১২

কার্টুনিষ্ট ও লেখক ডিজিটাল আইনে গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৮ ৬ মে ২০২০  

একজন কার্টুনিষ্ট এবং একজন লেখককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে ‘সরকাবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগ আনা হয়েছে।  

 

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

তিনি বলেন, র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়। তবে রিমান্ডের কোনো আবেদন নেই।

 

কিশোরকে কাকরাইল এবং মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।


রমনা থানার পরিদির্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, র‌্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন। সেখানে মোট ১১ জনকে আসামি করা হয়।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ  বলেন, “তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকাবিরোধী প্রচারণা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছিলেন। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর