ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৭৬৯

কুবা, ইসলামের প্রথম মসজিদ 

মেজর ডা. খোশরোজ সামাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৪ ৪ সেপ্টেম্বর ২০১৯  

১. মক্কাবাসীদের অত্যাচারে হজরত মুহাম্মাদ (সা.) মদিনায় আসেন। হিজরতের পর 'কুবা ' নামক স্থানে মুহাম্মদ (সা.) স্বয়ং নিজ হাতে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রতক্ষ্যভাবে তাঁরই তত্তাবধানে মসজিদটি নির্মাণ সম্পন্ন হয়।

২. এখানে তিনি ২০দিন অবস্থান করেন এবং তিনিই প্রথম এখানে নামাজ আদায় করেন।

৩. প্রায় প্রতি শনিবার তিনি উটে চড়ে বা পায়ে হেঁটে এখানে এসে নামাজ আদায় করতেন কুবা মসজিদে।

৪. বলা হয় বাসায় ওজু করে এখানে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করলে এক ওমরাহ হজ্জের সওয়াব পাওয়া যায়।

৫. কয়েক দফা সংস্কারের পর বর্তমানে মুসলিম ঐতিহ্য, ভাব গাম্ভীর্যের সাথে আধুনিক স্থাপত্যশিল্পের অপরুপ সন্মিলন এই কুবা মসজিদ। সাদা ব্যাসল্ট পাথরের সাথে সবুজাভ পাম গাছ যেন ধর্মীয় পবিত্রতার সাথে অনন্য নৈসর্গিক শোভার সন্মিলন।

৬. সুউচ্চ ৬টি গম্বুজ, ৪ টি মিনার, কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থা, মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা, সুবিশাল লাইব্রেরি এই মসজিদকে বিশেষ স্বাতন্ত্র্য দান করেছে।

৭. হজ্জব্রত, ওমরাহ পালনকারীসহ লাখো লাখো পর্যটক প্রতি বছর কুবা মসজিদ দেখবার সৌভাগ্য অর্জন করেন। 
 

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর