ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ৮ পৌষ ১৪৩১
good-food
২৫

কুয়াশা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩০ ২২ ডিসেম্বর ২০২৪  

বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে। এটি নিম্নচাপ আকারে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হয়েছে। যার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ইতোমধ্যে কয়েক স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

 

রবিবার (২১ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে। পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

 

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এসময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

পরের ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গোটা দেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোনো কোনো স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে।

 

তবে বর্ধিত ৫ দিনে বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।