ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪৯

কৃষির সেচ ব্যবস্থা শতভাগ সৌরবিদ্যুতে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩১ ২০ জুন ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সেচ পাম্প সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন।  প্রতি বছর ৮১ লাখ লিটার ডিজেল সেচ কাজে খরচ হয়।  যাতে সেচে ব্যবহার করতে না হয় সে জন্য সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 
 বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, কেউ যদি বেসরকারিভাবে সোলার প্যানেল স্থাপন করতে চায়। তাহলে কর মওকুফসহ সব ধরণের সহযোগিতা করা হবে। 
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে  প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল তৈরির সময় একটু উঁচু করে স্থাপন করতে হবে।  নিচে বিভিন্ন সবজি, মসলা এবং মাছ চাষ করা যায় কিনা এ বিষয়ে কৃষিমন্ত্রীকে নির্দেশনা দেন। এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সকল একযোগে কাজ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, মানুষ কষ্ট ভোগ করছে। তাদের জন্য মূল্যস্ফীতি কমাতে হবে। সরকারী সব অফিসে ব্যয় কমানোর নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। 
পরিকল্পন্ত্রী জানান, বজ্রপাতে মৃত্যু কমাতে হাওর অঞ্চলে সেড নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি অফিস বা প্রকল্প বাস্তবায়নে কম জমি ব্যবহারে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক হযরত শাহজালাল বিমানবন্দর আন্ডারপাস নির্মাণসহ ১৬ প্রকল্প অনুমোদন দিয়েছে । 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর