ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৭৪

কেন মার খেয়েছেন অপু, জানালেন বুবলী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৮ ৬ জুলাই ২০২৪  

হালে দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে প্রকাশ্যেই বাক-বিতণ্ডায় জড়াতে দেখা যায়। আর যাকে কেন্দ্র করে এমনটা হয় সেই শাকিব খান এসব নিয়ে বরাবরই নিশ্চুপ থাকেন। সম্প্রতি নাম উল্লেখ না করে বুবলি জানিয়েছেন, অসভ্যতার জন্য এক নায়িকা (অপু বিশ্বাস) মার খেয়েছেন। তবে বুবলির এমন বক্তব্যে এখনো মুখ খোলেননি অপু। তিনি মনে করেন, ‘ব্যক্তিত্বহীনতার কারণেই উনি (বুবলি) আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন। এমন করলে শুনতেই হবে।’

 

অপুর এমন কথা পৌঁছে গেছে বুবলির কান পর্যন্ত। তিনিও বিষয়টা আমলে নিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপে তাই অপু প্রসঙ্গ তুলেছেন বুবলী। অপুর এমন মন্তব্যের উত্তর তিনি দিয়েছেন ঠিক এভাবে, ‘এই মহিলা (অপু বিশ্বাস) আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলেন। ছোট বোন বানিয়েছেই তো নিজের স্বার্থে। আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। নায়করাজ রাজ্জাক, মান্না স্যাররা দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না। আর এই মহিলা এত নায়িকাকে বানায় ছোট বোন। এসব পাবলিক বোঝে। আর ওই ছোট বোনরাও সবাই স্মার্ট ও প্রতিষ্ঠিত। তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা। কারণ তাদের কারো সঙ্গে আমার কোনো সমস্যা নেই, এটা তারাও জানে।’

 

 

সম্প্রতি অপু দাবি করেছেন, শাকিবের শত্রুদের সঙ্গেই বুবলীর ওঠা-বসা বেশি। বিষয়টি নিয়েও কথা বললেন বুবলী। তিনি জানান, ‘২০০৮ সালে শাকিব অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি (অপু)। পরে স্বার্থের জন্য আবার শাকিবের সঙ্গে ভিড়েছিলেন। তার এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানেন। জনা আপু, বিদ্যা সিনহা মিম, মারুফ ভাই, কাজী হায়াৎ আংকেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কী বেয়াদবি করেছিলেন, এটাও নিউজপেপার কাটিং আছে। এমনকি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি।

 

অপু প্রসঙ্গে বুবলী আরো বলেন, ‘২০১৭ সালে এফডিসিতে যখন শাকিবের সঙ্গে ঝামেলা হয়েছিল। তখন তার বিরুদ্ধে ছিল অপু। এছাড়া শাকিবের বিরোধিতাকারীদের সঙ্গে তাকে সেলফিতে হা হা হি হি করতে দেখা গেছে।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর