ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৯০

কেমিক্যাল গোডাউন অপসারনে অভিযান শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৬ ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

পুরান ঢাকার ইসলামবাগে আবাসিক ভবন থেকে কেমিক্যাল অপসারণ করার লক্ষ্যে ৬টি ভবনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স।

 

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার পর থেকে ইসলামবাগের ১২/ডি, ৭৪/২, ১৬/এ/১, ৪৩/৪/বি,৭০/৩ এবং ৪৫ নম্বর বাসায় অভিযান চালায় দলটি।

 

অভিযান শেষে টাস্কফোর্সের সদস্য ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ আহমেদ সাংবাদিকদের বলেন, এই ভবনগুলোতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। মালিকদের রোববার পর্যন্ত সময় দিয়েছি। রোববারের মধ্যে তাদের সমস্ত কেমিক্যাল টঙ্গী ও শ্যামপুর স্থানান্তর করতে হবে। পরে আমরা কেরানীগঞ্জে জায়গা করে দেবো। যদি চিহ্নিত এই কেমিক্যাল গোডাউনের মালিকরা রাসায়নিক পর্দাথগুলো স্থানান্তর না করে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

 

তিনি বলেন, গত ২৫ তারিখ থেকে মাইকিং করছি, কেউ যেন আবাসিক ভবনে কেমিক্যাল গোডাউন না রাখে। তারা আমাদের কথা না শুনে অবৈধভাবে এ রাসায়নিক পদার্থের ব্যবসা করে আসছে। ওই সমস্ত ভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

 

দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে একাধিক বাহিনীর সমন্বয়ে করা টাস্কফোর্সের এই সদস্য আরো বলেন, আগামী এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল অপসারণ করা হবে। এটাই আমাদের টার্গেট।