ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৩২

কোটি টাকার গাড়ি গলিয়ে ফেলল চোরেরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩০ ২৪ আগস্ট ২০২২  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চুরি হওয়া ডাম্প ট্রাকের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁও মুগড়াপাড়া এলাকার এইচ কে জি স্টিল মিল থেকে তা উদ্ধার করা হয়। 

 

এর আগে কোটি টাকা মূল্যের গাড়িটির প্রায় সব যন্ত্রাংশ স্টিল মিলে গলিয়ে ফেলা হয়। বাকি ছিল কেবল ইঞ্জিন।

 

এ ঘটনায় চালক ইমন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ইমনকে নোয়াখালী এবং তার অন্য দুই সহযোগীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে অন্য দুই সহযোগীর পরিচয় জানতে পারেনি তারা।

 

সোনারগাঁওয়ের মুগড়াপাড়া এলাকার শাওন এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকানে গাড়িটি বিক্রি করেন ইমন ও আমির। পরে সেখানে সুমন নামে এক দালালের সহযোগিতায় ৪ লাখ টাকায় এইচ কে জি স্টিল মিলের কাছে সেটি বিক্রি করা হয়।

 

গত ১২ আগস্ট দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড় থেকে এ ডাম্প ট্রাকটি চুরি হয়।

 

ডিএমপির (গোয়েন্দা) ওয়ারী বিভাগের উপ-কমিশনার বলেন, তদন্ত করে গাড়িটির এক হেলপার এবং অন্য গাড়ির অস্থায়ী চালককে গ্রেপ্তার করা হয়। এরপর এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত আছেন। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর