ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৬৭৭

গণপিটুনি রুখতে কড়া আইনের দাবি নায়িকা সাংসদ নুসরতের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৭ ২৫ জুলাই ২০১৯  

ক্রমাগত বেড়ে ওঠা অসহিষ্ণুতার ঘটনার জেরে ভারতের বিশিষ্ট ৪৯ জন ব্যক্তিত্ব একটি চিঠি পাঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কাছে।

দেশটির বিভিন্ন জায়গায় স্বঘোষিত গোরক্ষকদের নামে যেভাবে গণপিটুনির মতো ঘটনা ঘটছে, তাতে উদ্বিগ্ন বলে জানান - সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শ্যানম বেনেগল, অনুরাগ কশ্যপের মতো ব্যক্তিত্বরা। আর সেই চিঠির সমর্থনে এবার মুখ খুললেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান।

ইকবালের লেখা এক কবিতাকে উদ্ধৃত করে নুসরত নিজের টুইটার পোস্টে লেখেন, ধর্ম শেখাতে পারে না বিভেদ'।

পাশাপাশি 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে মানুষকে হত্যা করার যে ঘটনা সামনে উঠে আসছে তারও প্রতিবাদ করেন নুসরত।

'সারে জাহাঁ সে আচ্ছা'র ডাক দিয়ে এক সংঘবদ্ধ ভারতের বার্তা দেন নুসরত। মনিরত্নম, কৌশিক সেনরা যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, সেই বিষয়টিকেই জোরদার সমর্থন জানিয়েছেন নুসরত।

নুসরত এই পোস্ট-এ দাবি করেছেন, রামের নামে হত্যা যেন জল্লাদের আর্তনাদের সমান। পাশাপাশি তাঁর দাবি, ধর্ম ভেদাভেদ শেখায় না।

একজন সাংসদ হিসাবে নুসরত কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন, গণপিটুনি রুখতে যেন সরকার কড়া ব্যবস্থা নেয়। পাশপাাশি কড়া আইন আনা হোক গণপিটুনির ঘটনা ঘিরে।

 

 

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর