ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৬৯

গবেষণা: রোগ প্রতিরোধক্ষমতা কমায় করোনাভাইরাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১২ ২৮ জুন ২০২০  

শুরুর দিকে করোনাভাইরাসকে শ্বাসযন্ত্রের আরেকটি রোগ হিসেবেই ভেবেছেন অনেকে। কিন্তু ভাইরাসটি শুধু ফুসফুসকেই নয়, এটি মানুষের কিডনি, হূদযন্ত্র ও সংবহনতন্ত্রকে আক্রমণ করে। এমনকি ভাইরাসে আক্রান্ত হলে আমাদের ঘ্রাণশক্তি ও স্বাদও লোপ পেতে থাকে।

এখন গবেষকরা আরেকটি ভীতিকর তথ্য আবিষ্কার করেছেন। হাসপাতালে ভর্তিকৃত অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়, তাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাই ভেঙে পড়েছে। কেন এমনটি ঘটছে? নির্দিষ্ট কিছু কোষের হ্রাস ঘটলেই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। গবেষকরা এ সমস্যাটির সঙ্গে মরণব্যাধি এইচআইভির সাদৃশ্য দেখছেন।

গবেষকরা বলছেন, একটি জনপ্রিয় চিকিৎসা গুরুতর অসুস্থ রোগীদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারে, যদিও এটি বহু মানুষকে ক্ষতির মুখে ঠেলে দেবে।