ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৩৩

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরকে আ. লীগ থেকে বহিষ্কার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫০ ২০ নভেম্বর ২০২১  

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র এবং গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

শুক্রবার (১৯ নভেম্বর) সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, মেয়র জাহাঙ্গীরকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।