ঢাকা, ০৭ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৩ কার্তিক ১৪৩১
good-food
৩০

গান বাংলার এমডি তাপস গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ৪ নভেম্বর ২০২৪  

সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীত শিল্পী কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (০৩ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করেছে।

 

জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যা মামলায় রোববার মধ্যরাতে গান বাংলার কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করে জানান তাপসকে আদালতে নিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

 

গত জুলাই-আগস্টের কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট সহিংসতায় গান বাংলার ভবনে ভাঙচুর করা হয়। ভবনটির অধিকাংশ ফ্লোরজুড়ে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ।

 

গানবাংলা চ্যানেলে বিভিন্ন সময় দেশের প্রায় সব সংগীতশিল্পীকে গাইতে দেখা গেছে। এ ছাড়া বিগত সরকারের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর