ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৩৬৪

গুগলে চাকরি পেলেন বাংলাদেশি আদ্রীকা, বেতন ১ লাখ ডলার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৩ ৩১ অক্টোবর ২০২২  

গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের আদ্রীকা খান। বরিশালের বাবুগঞ্জের আলী আকবর খান ও মুনিরা সুলতানার কনিষ্ঠ কন্যা তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রেই একটি কোম্পানিতে অ্যাপ ডেভেলপার হিসেবে কর্মরত আছেন এ মেধাবী তরুণী। 

 

গত ৩ মে গুগল থেকে চাকরির প্রস্তাব পান আদ্রীকা। তার বার্ষিক বেতন ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া নানা বোনাস ও সুযোগ-সুবিধা রয়েছে।

 

গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে লেখাপড়া করেন আদ্রীকা। ২০১৬ সালে ‘ও’ লেভেল (এসএসসি) পাস করেন তিনি। সেই সঙ্গে অ্যাডিশনাল ম্যাথে বিশ্বে সর্বোচ্চ নম্বর পান বঙ্গকন্যা।

 

২০১৮ সালে ‘এ’ লেভেল পাস করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ২০২১ সালে কমপিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেন।


আদ্রীকার বাবা আকবর একজন ব্যবসায়ী। তার মা মুনিরা একজন গৃহিণী। পরিবার নিয়ে ঢাকায় থাকেন তারা। তাদের বড় মেয়ে চিকিৎসক। মেজো মেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে। ছোট মেয়ে গুগলে চাকরি পেয়েছে।

 

আদ্রীকার বাবা আকবর বলেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।