ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫১

গুজরাটে সেতু ভেঙে ১৪১ জন বেশি নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৪ ৩১ অক্টোবর ২০২২  

ভারতের গুজরাটের মোরবিতে মাছু নদীতে সেতু ভেঙে পড়ায় এ পর্যন্ত ১৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে।  

 

সোমবার সকালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেন, ‘ওই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং একজন আইজিপি পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।

 

তিনি জানান, রাতভর সবাই ত্রাণ কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় নৌসেনা, এনডিআরএফ, বিমানবাহিনী ও সেনা জওয়ানরা। রাতে ২০০ জনের বেশি জওয়ান অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে নিযুক্ত ছিলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ মোরবি দুর্ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সারা রাত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখেন। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনার সমস্ত তথ্য দেওয়া হয়েছে।’

 

ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে অর্ধশতাধিক শিশু ও নারী রয়েছে। হিন্দি ‘আজতক’ ও ‘ভাস্কর’ গণমাধ্যম সূত্রে প্রকাশ, রাজকোটের বিজেপি নেতা মোহন ভাই কুন্দরিয়া এমপির পরিবারের ১২ জন প্রাণ হারিয়েছেন।       

 

দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ জন। আহতদের চিকিৎসার জন্য মোরবি ও রাজকোট হাসপাতালে জরুরি বোর্ড গঠন করা হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর