ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৪৯

গুলশান হামলার সর্বশেষ পলাতক আসামি গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৭ ২৬ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলার সর্বশেষ পলাতক আসামি জেএমবির শীর্ষ নেতা মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শুক্রবার বেলা তিনটার দিকে পলাতক এই আসামিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব জানায়, শরিফুল ইসলাম জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানে জঙ্গি হামলার পর শরিফুল ইসলাম পলাতক ছিলেন। তিনি গুলশান হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে পাঁচ তরুণের ওই হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে জবাই ও গুলি করে হত্যা করা হয়। পরদিন সেনা কমান্ডো অভিযানে নিহত হন হামলাকারী পাঁচ জঙ্গি।

এর আগে গত বছরের ১৯ জুন মধ্যরাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে জঙ্গি মামুনুর রশিদ রিপকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর