ঢাকা, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৪ আশ্বিন ১৪৩১
good-food
৫৯

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’ ভিডিওর পুলিশ গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৫ ২০ আগস্ট ২০২৪  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য। এ সময় সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

   

ভিডিওতে শোনা যায়, 'গুলি করে করে লাশ নামানো লাগছে, স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’

 

জানা যায়, ভিডিওতে কথা বলা ওই পুলিশ কর্মকর্তা ডিএমপির ওয়ারি বিভাগে উপ-কমিশনার (ডিসি) মোহাম্মাদ ইকবাল। গতকাল সোমবার সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে ডিসি ইকবালকে তুলে নেওয়া হয়। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে আছেন। ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক মানবজমিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ছাত্র আন্দোলনের পুরো সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগের দায়িত্বে ছিলেন। যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা তার আওতাধীন ছিল।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর