ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৫৯০

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: ৭ দিনের রিমান্ডে দেলোয়ার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৩ ১৮ অক্টোবর ২০২০  

নোয়াখালির বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার জেলার মুখ্য বিচারিক আদালতে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা ৩ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। ৩টি মামলার তদন্ত করছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

 

বেগমগঞ্জ মডেল থানায় নির্যাতনের শিকার ওই নারীর দায়ের করা ধর্ষণ মামলায় দোলোয়ারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে ওই নারীর করা আরও ২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

গত ৪ অক্টোবর একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।  গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেলোয়ারকে আটক করে র‌্যাব।  তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করে র‌্যাব।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর