ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৬৬

গোপনে প্রেম নিবেদন করে পুরুষ ডলফিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৬ ২৫ আগস্ট ২০২০  

হাত বাড়ালেই বন্ধু’—এই কথা ডলফিন রাজ্যেও প্রাসঙ্গিক। দুটি ডলফিন যদি একে অন্যের হাত ধরে একটু ঠাট্টা-ইয়ার্কি করে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এমনটা অহরহ ঘটে ডলফিন সমাজে। কাছাকাছি, পাশাপাশি সাঁতার দিতে দিতে আড্ডা, গল্প। কখনো হাত ধরে পাশে থাকার আশ্বাস। একসঙ্গে মেয়েদের দলে উঁকিঝুঁকি দেওয়া। গোপনে প্রেম নিবেদন। জলজপ্রাণীদের মধ্যে এ সব কিছুই হয়।

বটলনোজ ডলফিনদের ওপর করা এক গবেষণায় সামুদ্রিক এই প্রাণীর পারস্পরিক সম্পর্কের চিত্র উঠে এসেছে। বিজ্ঞান সাময়িকী এসংক্রান্ত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে  ‘কারেন্ট বায়োলজি’তে।

বটলনোজ ডলফিনদের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর অস্ট্রেলিয়া, দক্ষিণ চীন সাগর ও আফ্রিকার পূর্ব উপকূলে দেখা মেলে। এই বটলনোজরা যে কথা বলতে পারে, এই সত্যটা আগেই টের পাওয়া গিয়েছিল। অনেকটা মানুষের মতোই মনের ভাব প্রকাশ করতে পারে ডলফিনরা। শব্দের জাল ছুড়ে দিয়ে প্রেম নিবেদন করে, আবার বিপদে পড়লে সংকেতও পাঠায়। এই ভাষা নিয়ে নাড়াচাড়া করতে গিয়েই বিজ্ঞানীরা দারুণ ব্যাপার দেখলেন! ডলফিনরা তো একেবারে সামাজিক জীব। এদের ছোট সংসার আছে, বন্ধু আছে, আবার হিংসা করা শত্রুও আছে। ডলফিনদের যা মনে হয়েছিল, এর থেকেও অনেক বেশি বুদ্ধিমান এই প্রাণী। এদের চালচলনের পেছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। 

ডলফিনের শিসেঅজানা তথ্য লুকিয়ে আছে, এর হদিস বোধ হয় বিজ্ঞানীরাও পুরোটা পাননি। ২০১৩ সাল থেকে ডলফিনের শিস নিয়ে গভীর গবেষণায় মগ্ন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জীববিজ্ঞানী ও ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার ডক্টর স্টিফানি কিং। তিনি বলেছেন, এই শিসের নানা রকম মানে আছে। এই শিসটাই হলো তাদের কথা বলার মাধ্যম। এর নানা কম্পাঙ্ক আছে, তীব্রতা আছে। যেমন—মানুষ কথা বলার সময় কখনো আস্তে, আবার কখনো জোরে বা একটানা কথা বলে, বটলনোজরাও ঠিক তেমনই করে।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন, ছোট ছোট দল তৈরি করে পুরুষ ডলফিনরা। শিস দিয়ে ডেকেই বন্ধুত্ব পাতায়। শুধু মুখের কথা নয়, একে অন্যের হাত ধরে পাশে থাকার আশ্বাসও দেয়। বন্ধুত্বের শুরুতে হাত ধরে, থুড়ি একে অন্যের ফ্লিপার বা পাখনা পাশাপাশি বিছিয়ে সাঁতারও কাটে। বিজ্ঞানীরা বলছেন, এমনও দেখা গেছে এই বন্ধুত্ব মৃত্যু অবধি বয়ে নিয়ে গেছে ডলফিনরা। কোনো কোনো দল আবার একে অন্যের বিপদে ঝাঁপিয়েও পড়ছে। ডলফিনরা এমনই পোক্ত সম্পর্কের বাঁধন তৈরি করতে পারে। সূত্র : দ্য ওয়াল।

ফিচার বিভাগের পাঠকপ্রিয় খবর