ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৯৮

গোলাম মাওলা রনি’র বিরুদ্ধে ডিজিটাল মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৬ ২১ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পটুয়াখালী-৩ আসনে কয়েকদিন আগে যোগ দেয়া বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এই আসনে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও গলাচিপা মহিলা কলেজের সহযোগী আধ্যাপক মেহেদী মাসুদ বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় মামলাটি দায়ের করেন।

গলাচিপা থানার ওসি মোর্শেদ বলেন, এ মামলায় গোলাম মাওলা রনিসহ ৬ জনকে আসামি করা ডিজিটাল নীতিমালার আওতায় মামলা করা হয়েছে। 

গোলাম মাওলা রনি ছাড়াও অপর আসামিরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৫ ডিসেম্বর দুপুরে গলাচিপা টিএন্ডটি সড়কে গোলাম মাওলা রনি’র স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর সাজানো হামলার ঘটনা ঘটানো হয় এবং তা আইন-শৃঙ্খলার অবনতি করে নিরাপত্তা বিঘ্নিত করে। এই ঘটনা নিয়ে গোলাম মাওলা রনির সঙ্গে জেলা বিএনপি নেতাদের মোবাইলে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনা জনমনে ভীতির সৃষ্টি করেছে যা আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে। এই কারণেই মামলাটি করা হয়েছে বলে জানাননো হয়েছে।