ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৯৮

গ্রামে ১০ ফুট, উপজেলায় সড়ক ১৮-২০ ফুট করার প্রস্তাব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৮ ২ সেপ্টেম্বর ২০২০  

গ্রামীণ, ইউনিয়ন, উপজেলা ও শিল্প এলাকায় টেকসই সড়ক নির্মাণে ডিজাইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। গ্রামীণ রাস্তা ১০ ফুট, ইউনিয়ন পর্যায়ে ১২ ফুট, উপজেলা পর্যায়ে ১৮-২০ ফুট এবং শিল্প এলাকায় ১৮-৩৬ ফুট করার প্রস্তাব করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার সচিবালয়ে চার ধরনের সড়কের ডিজাইন পরিবর্তনের বিষয়ে তিনি এ প্রস্তাব দেন। 

মন্ত্রী বলেন, দেশে এক সময় রাস্তা-সেতু লো কস্টে (কম খরচ) নির্মাণ করা হতো। ফলে এসব টেকসই হতো না। স্থানীয় পর্যায়সহ সব সড়ক টেকসইভাবে নির্মাণে সঠিক প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দিয়ে গ্রামীণ সড়কের ডিজাইন পরিবর্তনের জন্য সমীক্ষা করা হয়েছে। 

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে গ্রামীণ, ইউনিয়ন, উপজেলা ও শিল্প এলাকায় সড়ক নির্মাণে কোনো নির্দিষ্ট মাপ নেই। বিভিন্ন স্থানে নানা প্রস্থের সড়ক তৈরি করা হচ্ছে। এতে পরবর্তী সময়ে উন্নয়ন প্রকল্প গ্রহণসহ নানা জটিলতা দেখা দেয়।

স্থানীয় সরকার বিভাগ জানায়, প্রস্তাবিত সড়কের ডিজাইন পরিকল্পনা কমিশন অনুমোদন দিলে পরে এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। 
তাজুল ইসলাম বলেন, দেশের সব রাস্তা-সেতু নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্রমবর্ধমাণ গ্রামীণ অর্থনীতি সচল রাখতে প্রতিটি গ্রাম পর্যন্ত উন্নত সড়ক যোগাযোগ স্থাপনের বিকল্প নেই।

তিনি বলেন, নিম্নমাণের কাজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি দেয়া হবে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্বিগুণ জরিমানার আওতায় আনা হবে। অনেক কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ভালো কাজ করছেন। কিন্তু গুটিকয়েক মানুষের জন্য পুরো প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে।