ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭১৩

চকবাজার অগ্নিকাণ্ডে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৯ ২১ ফেব্রুয়ারি ২০১৯  

২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্বাভাবিকভাবেই প্রথম প্রহরে শহীদদের স্মরণে শোক ও ফুলেল শুভেচ্ছা জানাতে প্রস্তুতি নিচ্ছিল দেশবাসী। কিন্তু বিধিবাম! চকবাজরের তখনই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড।

গেল রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে ভবনে আগুন লাগে। আগুনের ভয়াবহতার কথা শোনেই বিচলিত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাটান নির্ঘুম রাত। নিজ উদ্যোগে সারারাত ঘটনার খোঁজখবর নেন তিনি। পরোক্ষভাবে উদ্ধার অভিযান তদারকি করতে থাকেন। ভীষণ চিন্তিত ও বিমর্ষ হয়ে পড়েন।

বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এসব তথ্য জানান।তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। রাতভর তার তত্ত্বাবধানে আমরা উদ্ধার কাজ পরিচালনা করেছি।

সাঈদ খোকন যোগ করেন, প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহত ও আহত সবার পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।এর আগে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটনার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের পরিসমাপ্তি ঘোষণা করেন তিনি। সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান তদারকি দলের প্রধান মেজর শাকিল নওয়াজ।

অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডে ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর